Saturday, October 5, 2013

এইচটিএমএল টিউটোরিয়াল পর্ব ২০ (অর্ডার্ড লিস্ট তৈরি)

অর্ডার্ড লিস্ট এর মাধ্যমে কোন প্রডাক্ট আইটেমের লিস্ট তৈরী করা হয়। লিস্ট আইটেম গুলো সংখ্যা অক্ষর ইত্যাদি দ্বারা চিহ্নিত করা হয়।অর্ডার্ড লিস্ট শুরু হয়<ol> ট্যাগ দিয়ে এবং লিস্ট আইটেম শুরু হয় <li> ট্যাগ দিয়ে। আইটেমের ভেতরে আপনি প্যারাগ্রাফ, লাইন ব্রেক,ইমেজ লিংক এবং অন্যান্য লিস্ট সমূহ বসাতে পারেন।
১) প্রথমে নোটপ্যাড প্রোগ্রামটি খুলুন।
২) নিচের মত কোডগুলো লিখুন।
<html>
<head>
<title>http://webeducation1.blogspot.com</title>
</head>
<body>
<h4>An ordered List</h4>
<ol>
<li>Rice</li>
<li>Tea</li>
<li>Milk</li>
<li>Suger</li>
</ol>
</body>
</html>
৩) এখন ফাইল টিকে ordered-List.html নামে সেইভ করুন।
৪) যেকোন একটি ব্রাউজার দিয়ে ওয়েভ পেইজ টিকে Open করুন।
আসা করি ভালো লাগবে এবং নিয়মিত আমার শাথেই থাকবেন এইচটিএমএল শিখে অবশ্যই শেয়ার করতে ভুল্বেন না আমার সাথে। তবে মনে রাখুন অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করবেন যা শিখেছেন সেগুলো। ধন্যবাদ সবাইকে।

No comments: