এসএমএস এর অর্থ হচ্ছে SMS-Short
Message Service. যোগাযোগের মাধ্যম হিসেবে বর্তমানে এসএমএস খুবই জনপ্রিয় এবং সহজ মাধ্যম।
মোবাইল থেকে বিভিন্ন দেশে মেসেজ প্রেরণের ক্ষেত্রে কোন চার্জ করা না হলেও আমাদের দেশে
এক্ষেত্রে চার্জ প্রদান করতে হয়। কিন্তু এমন কিছু বিদেশী ওয়েবসাইট রয়েছে যেগুলো বিশ্বজুড়ে
ফ্রি এসএমএস প্রেরণে সুবিধা দিচ্ছে। এরকম সুবিধা প্রধানকারী সাইটগুলোর মধ্যে উল্লেখযোগ্য
একটি সাইট হচ্ছে www.dailysms.hu
। এই সাইটে রেজিস্ট্রেশন ছাড়াই এসএমএস পাঠানো
যায়। দৈনিক যত খুশি তত।
উল্লেখযোগ্য আরও ক’টি এসএমএস পাঠানোর সাইট
হলো:
No comments:
Post a Comment